স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের কচুয়া উপজেলার একটি খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার ধোপাখালী ইউনিয়নের পিপুলজুড়ি গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদরহাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত বিশ্বম্ভর রায় (৪৫) জেলার মংলা উপজেলার চাপড়া গ্রামের নিলম্বর রায়ের ছেলে। তিনি পেশায় স’মিল শ্রমিক।
রোববার রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ খালে ভাসিয়ে দেয় বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম মোল্লা বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দুপুরে খাল থেকে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে।
‘ঘটনাস্থল থেকে নিহত বিসম্বর রায়ের ব্যবহ্নত মোবাইলফোনটি উদ্ধার করা হয়েছে। যার (ফোন) কললিস্টে থাকা নম্বরে কথা বলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।’
ওসি বলেন, হত্যার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এএইচ/এসআই/বিআই/২৮ নভেম্বর, ২০১৬
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More