স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাগেরহাট জেলা ছাত্রদল।
রোববার (১ জানুয়ারি) সকালে শহরের মুনিগঞ্জ এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মাধ্যমে কর্মসুচীর উদ্বোধন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে সেচ্ছায় রক্তদান, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি সুজা উদ্দীন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা মোজাফ্ফর রহমান আলম, জেলা যুবদলের সভাপতি মেহবুবুল হক কিশোর, ছাত্রদলের সাধারন সম্পাদক তানু ভুইয়া, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, দলকে সুসংগঠিত করতে ছাত্রদলের বিকল্প নেই। আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনের কারনে আজ আমাদের নেতাকর্মীরা কোন ঠাসা হয়ে পড়েছে। তাই এখন আর ঘরে বসে থাকার সময় নেই। দলকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
এইচ/এসআই/বিআই/০১ জানুয়ারি, ২০১৭
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More