স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
পুলিশি প্রহরার মাঝে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের সরুই এলাকার দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।
বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েও অনুমতি না মেলায় দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে বিএনপি’র নেতাকর্মীরা। কঠোর পুলিশি প্রহরায় মানববন্ধনে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপির ওই মানববন্ধন কর্মসূচিকে ঘিরে বাগেরহাট প্রেসক্লাব এবং দলীয় কার্যালয়ের সমনে সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়। তবে কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হয়।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, যুবদল নেতা আয়ুব আলী মোল্লা বাবু, জাহিদুল ইসলাম শান্ত, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী প্রমুখ।
বক্তারা বলেন, মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। দেশ নেত্রীকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার মিথ্যা মামলার মাধ্যমে সাজা দিয়েছে।
এইচ//এসআই/বিআই/১২ ফেব্রুয়ারি, ২০১৮
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More