প্রচ্ছদ / খবর / বাগেরহাটে চালকলকে জরিমানা

বাগেরহাটে চালকলকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

চাল মোড়কজাতে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার দায়ে বাগেরহাট সদরের একটি চালকলকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ শাহরিয়ার মুক্তার ওই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী, ধান, চালসহ বিভিন্ন পণ্য মোড়কজাতে শুধু পাটের বস্তা ব্যবহার করা যাবে। সেটি না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছিল সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার একটি চালকলটি (চাতাল)।

অভিযানকালে অভিযোগের সত্যতা মেলায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী ওই চালকলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এইচ//এসআই/বিআই/১১ ফেব্রুয়ারি, ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ