প্রচ্ছদ / খবর / মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

স্ত্রী-মেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ভ্যানচালক বাবা
ভ্যানে মায়ের কোলে বসে ছিল শিশুটি


নিজস্ব প্রতিবেদকবাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ভ্যান আরোহী ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশুটির নাম মারিয়া আক্তার। বাবা ভ্যান চালিয়ে মারিয়া ও তাঁর মাকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় বাগেরহাট-খুলনা মহাসড়কে ওই ঘটনা ঘটে। এ সময় তাঁর বাবা-মা গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাগেরহাট থেকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস টাউন নওয়াপাড়া এলাকার তৃপ্তি ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের ডান পাশে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক, তাঁর স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

আহত ভ্যান চালক করিম শেখ (৪০) ও তাঁর স্ত্রী আয়শা বেগম (৩৫) হাসপাতালে ভর্তি আছেন। তাদের বাড়ি ফকিরহাট উপজেলার জারিয়া মাইট কুমরা গ্রামে।

বাগেরহাটের কাটাখালী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম
বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, স্ত্রী সন্তানকে নিয়ে করিম শেখ ভ্যান চালিয়ে বাগেরহাটের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা বাস (ঢাকা মেট্রো-জ ১১২২৪১) ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বাসের চালক ও চালকের সহকারী (হেলপার) পালিয়ে যায়। তবে পুলিশ বাসটি আটক করেছে।

এসএইচ/এসআই/বিআই/০৯ সেপ্টেম্বর, ২০১৯

About বাগেরহাট ইনফো নিউজ