বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে গরীব মেধাবী শিক্ষার্থীদের অনুদান প্রদান করা হয়েছে।
মাধ্যমিক, দাখিল, উচ্চ মাধ্যমিক ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ বাগেরহাট জেলার ২৬৪ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সকালে জেলা পরিষদ মিলনায়তনে সর্বমোট ৬ লাখ ৬০ হাজার টাকার এককালীন বৃত্তি প্রদান করে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সাংসদ ডা. মোজাম্মেল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।
জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাহ আলম সরদার, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা, মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলী ইজারাদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী গোকুল কৃষ্ণ ঘোষ ও অধ্যাপক মোজাফ্ফর হোসেন প্রমুখ।
এ সময়ে বক্তারা বলেন, মেধাবীরা দেশের সম্পদ। তারা যাতে হেলায় ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে সুধী সমাজকে এগিয়ে আসতে হবে। পরে প্রধান অতিথি গরীব ও মেধাবী শিক্ষাথীদের মাঝে অনুদানের টাকা হস্তান্তর করেন।
২০১১-১২ শিক্ষাবর্ষে জেলার নয়টি উপজেলার উত্তীর্ণ মেধাবী ২৬৪ জন দরিদ্র শিক্ষার্থীকে এই বৃত্তি দেয়া হয়েছে। জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে সংগৃহিত অর্থ দিয়ে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে এককালীন দুই হাজার ৫০০ টাকা করে দেয়া হয়।
০৭ জুলাই ২০১৩ :: ইনজামামুল হক, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More