বাগেরহাটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র পৃষ্ঠপোষকতায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উদ্যোগে ‘যুক্তির আলোকে খুঁজি দুর্নীতি প্রতিরোধের পথ’ শীর্ষক দুইদিন ব্যাপি ৫ম আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।
২৯ জুন, শনিবার সকাল ১০টায় সনাক বাগেরহাট কার্যালয়ে শুরু হয় দুইদিন ব্যাপি এ আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা।
২৯ ও ৩০ জুন, ২০১৩ দুইদিন ব্যাপি বিতর্ক প্রতিযোগিতার উদ্বাধন করেন ইয়েস উপ-কমিটর সভাপতি জনাব খোন্দকার আছিফউদ্দিন রাখী। প্রতিযোগিতায় মডারেটর দায়িত্ব পালন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট’র শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য জনাব এফ. এম. মোস্তাফিজুল হক।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সনাক, বাগেরহাটের শিক্ষা বিষয়ক উপ-কমিটির সভাপতি প্রফেসর এবিএম. মোশাররফ হুসাইন, শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য প্রফেসর খান সালেহ্ আহমেদ এবং ইয়েস উপ-কমিটির সভাপতি জনাব খোন্দকার আসিফউদ্দিন রাখী।
প্রতিযোগিতায় বাগেরহাট সদর উপজেলার ৫টি বিদ্যালয় হতে মোট ৮টি দল অংশগ্রহণ করে।
বিতর্কে নির্ধারণ বিষয়গুলি ছিল- (১) দরিদ্রতাই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রধান অন্তরায় (২) আইনের প্রণয়ন নয়, বাস্তবায়নই পারে দুর্নীতি রোধ করতে (৩) সঠিক ইতিহাসের অভাবেই দেশাত্মবোধ সৃষ্টি হচ্ছে না (৪) সম্পদের অভাবে নয়, সততার অভাবে জাতীয় উন্নয়ন ব্যাহত হচ্ছে (৫) নাগরিকদের সচেতনতার অভাবই বিদ্যুৎ, পানি, গ্যাস সমস্যার প্রধান কারণ (৬) দেশাত্মবোধের অভাবই দুর্নীতি বাড়ায় (৭) প্রযুক্তির ক্রমবিকাশের কারণে মানবিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে (৮) পারিবারিক সম্পর্কের অবনতিই যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ (৯) কেবলমাত্র তারুণ্যই পারে দুর্নীতি প্রতিরোধ করতে (১০) শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছাই পারে দুর্নীতি প্রতিরোধ করতে (১১) অধিক জনসংখ্যাই বেকারত্বের জন্য দায়ী (১২) মাদকের সহজলভ্যতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের কারণ (১৩) কেবলমাত্র সামাজিক আন্দোলনই পারে দুর্নীতি রোধ করতে (১৪) পশ্চিমা সংস্কৃতির অবাধ অনুকরণই তরুণ প্রজন্মের অবক্ষয়ের প্রধান কারণ ও (১৫) অস্থির রাজনৈতিক পরিবেশই বাংলাদেশের দুর্নীতির প্রধান কারণ।
অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষানুরাগীসহ টিআইবি’র ইয়েস সদস্যবৃন্দ।
২৯.০৬.২০১৩ :: ইনজামামুল হক, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More