বাবা’র কাছে খোলা চিঠি
Madhobi Lata
26 October 2013
অণুকথা, লেখালেখি
109 পঠিত
বাবা’র কাছে আজ খোলা চিঠি দিলাম !
আপনার প্রতারক সন্তানেরা আজ স-ব একজোট হয়েছে অস্তিত্ব বিলিন করতে। আথচ কোনদিন আপনার ডাকে সাড়া দিয়ে এক হতে পারিনি। নানা অজুহাতে শুধু ফাঁকিই দিয়েছি, আজ যখন আপনি আমাদের ফাঁকি দিলেন তখন একজোট হতে আমাদের সময় লাগেনি একটুও।
সকল কর্মব্যস্ততার ঊর্ধ্বে উঠেও আজ আমরা টিকাতে পারছিনা আমাদের অস্তিত্ব। শহর কেন্দ্রিক জীবনে অভ্যস্ত প্রতারক সন্তানেরা নিভৃত পল্লির অস্তিত্বটুকুও চিরতরে বিলীন করে দিতে উদগ্রীব। প্রবল আপত্তি সত্বেও অসহায়া আমি। আমি অস্তিত্বহীন হতে ভয় পাই। শেষ ইচ্ছানুযায়ী জীবনের অন্তিম আবাসন আমার বাবার পাশেই হবে এ অছিয়ত, এ আর্জি আমার। কেউ অসম্মতি না জানালেও দায়িত্ব পালনে যথার্থতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
তাই সাধ্যানুযায়ী বার বার ফেরার প্রত্যয় বুকে লালন করে তবেই নব্য অববাহিকায় গমণ করার আশা রাখি…