বাগেরহাটে শ্রমিকদল নেতা জসিম শেখ (৩৪) সন্ত্রাসীদের ছুরিকাঘাত করে গুরুতর জখম হয়েছেন।
শনিবার সকালে চাঁদার দাবীতে নাগের বাজারের চিহ্নিত সন্ত্রাসীরা তাকে শহরের কাজী নজরুল ইসলাম রোডে ছুরিকাঘাত করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টায় শ্রমিকদল নেতা জসিম শেখ কাজী নজরুল ইসলাম রোডের একটি দোকান থেকে জুতা কিনে বের হলে আগে থেকে ওত পেতে থাকা ২/৩জন সন্ত্রাসী তার উপর ধারালো ছুরি দিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে।
এসময় জসিমের আত্বচিৎকারে পথচারীরা ছুটে এসে রক্তাত্ত জখম অবস্থায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে, পৌর শ্রমিকদল নেতা জসিমকে ছুরিকাঘাত করে রক্তাত্ত জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারন সম্পাদক কাজী আব্দুছ ছত্তার, পৌর সভাপতি সেলিম ভুইয়া, থানা সভাপতি মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে জসিমের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।
২১ নভেম্বর ২০১৩ :: মাসুদুল হক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More