প্রচ্ছদ / খবর / ১৮ দলের ঝাড়ু মিছিল

১৮ দলের ঝাড়ু মিছিল

BagerhatPhoto1(24.11.2013)নির্বাচনকালীন  নিরদলীয় সরকারের দাবিতে বাগেরহাটে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ১৮ দলের নেতা-কর্মীরা।
রবিবার সকাল ১১টায় বাগেরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে নির্বাচনকালীন কথিত সর্বদলীয় সরকার গঠনের প্রতিবাদে, ১৮ দলের আটক নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় ত্বত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একটি ঝাড়ু মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান সড়ক দক্ষিণ শেষে পুরাতন বাজার চার রাস্তার মোড়ে বিক্ষব সমাবেশ করে।
১৮ দলীয় জোটের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা জামাতের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম, শেখ কামরুল ইসলাম গোরা, মোজ্জাফ্ফর রহমান আলম, শেখ সমশের আলী মোহন, মেহেবুবুল হক কিশোর, সুজাউদ্দিন মোল্লা সুজন, হাফেজ আজমল হোসেন, সরদার লিয়াকত আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকরের অধীনে নির্বাচনের দাবি জানান। এসময় বক্তরা হুসেইন মোহাম্মদ এরশাদেরও তীব্র সমালোচনা করেন।
এদিকে, একাই দাবিতে মোরেলগঞ্জ, রামপালসহ জেলার অনান্য উপজেলাতেও বিক্ষোভ মিছিল করেছে  বিএনপিসহ ১৮ দলের নেকা-কর্মীরা।
২৪ নভেম্বর ২০১৩ :: ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক