অবরোধ কর্মসূচি পালন করতে এসে বাগেরহাটে বিএনপি সমর্থীত শ্রমিক দল ও চালক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় কমপক্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টার মুনিগঞ্জ শ্নশান ঘাট এলাকায় দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দু’দফা সংঘর্ষের ঘটনায় পন্ড হয়ে যায় ১৮ দলের মিছিল।
আহতদের মধ্যে পলাশ (২৮) নামের শ্রমিক দলের এক কর্মীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত বাকিদের পরিচয় পাওয়া যায় নি।
পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে। তবে এঘনায় কাউকে আটক করা হয় নি।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলি বাগেরহাট ইনফোকে জানান, সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশে যোগ দেওয়ার সময় উভয় দলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষের সূত্র পাত ঘটে। পরে নিজেদের মধ্যে বিষয়টি মিমাংসা হয়।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More