প্রচ্ছদ / খবর / বাগেরহাটে আটক ৩

বাগেরহাটে আটক ৩

বাগেরহাট ও রামপালের পৃথক স্থান থেকে ১৮ দলের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

areestএদের মধ্যে রবিবার সন্ধ্যায় রামপালে পৃথক স্থান থেকে এক বিএনপি কর্মী ও এক জামায়াতের নেতাকে এবং বাগেরহাট শহরের কাজী নজরুল ইসলাম রোড এলাকা থেকে এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- রামপাল উপজেলার কাশিপুর গ্রামের ইলিয়াছ শেখের ছেলে বিএনপি কর্মী আল আমিন শেখ (২৬), রাজনগর ইউপি জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ মাহবুবুর রহমান মোল্লা (৩২) এবং জেলা শিবিরের ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক আরিফ বিল্লাহ (২৪)।

এদের মধ্যে বিএনপি কর্মী আল আমিন শেখকে উপজেলার ফয়লা এলাকা থেকে অবরোধ সমর্থনে ছাত্রদলের মিছিল থেকে এবং রামপাল বাজার থেকে জামায়াত নেতা হাফেজ মাহবুবুর রহমান মোল্লাকে আটক করে পুলিশ।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন বাগেরহাট ইনফোকে আটকের বিষয়টি নিশ্চত করে জানান,  গত ৪ ও ৫ ডিসেম্বর তারিখের পৃথক দুটি গাড়ি ভাঙচুর মামলার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকালে তাদের আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।

এছাড়া বাগেরহাট শহরের কাজী নজরুল ইসলাম রোড থেকে বিকালে জেলা শিবিরের ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক আরিফ বিল্লাহকে আটক করে পুলিশ।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি রেজাউল করিম এবং বাগেরহাট মডেল থানার ওসি লিয়াকত হোসেন বাগেরহাট ইনফোকে জানান, গোপণ সংবাদের ভিত্তিতে অবরোধে বাগেরহাট শহরে নাশকতার পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তাঁকে বাগেরহাট মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

০৮ ডিসেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস.এস/এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক