নির্বাচনী সহিংতায় বাগেরহাটের মোরেলগঞ্জে আবারও এক আওয়ামী লীগ কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা।
রবিরার ভোরে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মধ্য কচুবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনে বসত ঘর, আসবাবপত্র, হাস-মুরগি সহ সব কিছু পুড়ে যায়।
আগুনে বসত ঘর হারান আওয়ামী লীগ কর্মী খলিল শেখ বাগেরহাট ইনফোকে জানান, রাতে বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকেরা তার বড়িতে আগুন দেয়।
তিনি বলেন, নির্বাচনে নিজে নৌকা প্রতিকের পক্ষে কাজ করলেও ছেলে বাচ্চু আনারস প্রতিকের সমর্থন করায় তারা আজ তার ঘর পুড়িয়ে দিয়েছে।
এসময় তিনি উল্লেখ করেন, সংসদ নির্বাচনে ছেলে (বাচ্চু) সতন্ত্র প্রার্থী আব্দুল রহিম খনের আনারসের পক্ষে নির্বাচনে কাজ করার দায়ে প্রতিবেশি আ’লীগ কর্মী দেলয়ার হোনের, রাসেল ও সবুজ তিন-চার দিন আগে পেট্টল দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় । এতে তার প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে দাবি করেন।
এব্যাপারে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাগেরহাট ইনফোকে জানান, বিষয়টির সাথে প্রকৃত অর্থে কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More