প্রচ্ছদ / খবর / দূর্ঘটনা করণ বেলী ব্রীজ

দূর্ঘটনা করণ বেলী ব্রীজ

দক্ষিনাঞ্চলের মৎস সরবরাহের প্রানকেন্দ্র হিসাবে পরিচিত বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাবাজার এলাকার এক মাত্র বেলী ব্রীজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

BagerhatPhoto3(12-01-2014)ব্রীজটির পাত ভেঙ্গে যাওয়ায় প্রতিনিয়ত যানবাহন ও পথচারীরা দূর্ঘটনার শিকার হচ্ছে।

সরজমিনে ঘুরে দেখা গেছে, ফয়লাহাট সংলগ্ন পারাপারের একমাত্র মাধ্যম উপজেলার ২নং উজলকুড় ইউনিয়নের ব্রীজটির পাত ভেঙ্গে এখন ঝূকি পূর্ণ অবস্থা। ফলে ফয়লাহাট থেকে জেলা সদর এবং অন্যান্য এলাকা গুলোর মধ্যে সেতুবন্ধন এ বেলী ব্রীজ দিয়ে চরম ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে জনসাধাণকে।

দাউদখালী নদীর উপর অবস্থিত ব্রীজটি দিয়ে প্রতিনিয়িত চলাচল করে হালকা ও ভারী হালকা যানবাহন। ব্রীজটির পাত ভেঙ্গে যাওয়ায় প্রতিনিয়ত দূর্ঘটনার কারনে দূর্ভোগের শিকার হচ্ছেন এখনকার ব্যবসাযি এবং সাধারন জনগন।

সম্প্রতি এখানে দূর্ঘটনার শিকার হন নছিমন চালক কাসেম শেখ (৩৫)। গত কয়েক দিন ধরে আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি খুলনা মেডিকেল হসপাতালে।

ফয়লাহাট বাজার বনিক সমবায় সমিতির সভাপতি হাওলাদার আব্দুর সালাম জানান, আশু সংস্কারের প্রয়োজ চলাচলের একমাত্র এই ব্রীজটি। এ বিষয়ে উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হলেও মেলেনি কর্যকর কোন পদক্ষেপ।

অবিলম্বে ব্রীজটি সংস্কারের দাবী ফয়লাহাট বনিক সমবায় সমিতির নেতৃবৃন্দসহ এলাকাবাসী।

১২ জানুয়ারি ২০১৪ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
অমিত পাল/এসআই হক-নিউজরুম/বিআই

About ইনফো ডেস্ক