আসন্ন উপজেলা নির্বাচনে মংলায় আ’লীগের একক প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
এরা হলেন- চেয়ারম্যান পদে মোঃ আবু তাহের হাওলাদার, ভাইস-চেয়ারম্যান পদে বাবু উৎপল কুমার মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন নাহার হাই।
বৃহস্পতিবার সকালে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে মংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ উদ্যোগে বিশেষ বর্ধিত সভায় এ নাম ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিস আলী ইজারাদার। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
প্রসঙ্গত, গত সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের দিনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদারের হফলনামায় আয়-ব্যয়ে (সম্পত্তি) খাতে ত্রুটি থাকায় তার প্রার্থীতা বাতিল করে জেলা নির্বাচন কমিশনার। পরে মঙ্গলবার আবু তাহের হাওলাদার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করলে শুনানি শেষে তার প্রার্থীতা বহাল ঘোষণা দেওয়া হয়।
আগামী ১৫ মার্চ মংলা উপজেলা নির্বাচন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More