কিশোর,
মানুষের গন্ধ শোঁকার বড্ড ইচ্ছা তোমার??
ফুটপাতে যাও কিংবা ডাস্টবিনের পাশে
মানুষ কি? দেখতে চাও?
রাস্তার পাশে পলিথিন মুড়ি দেয়া অধম জীব টাকে দেখে নিও
সাধ পূরন হবে!
বস্তি চেনো? বস্তির ছুপড়ি ঘর? সারি বেধে গোয়ালঘরের মতো,
স্যাতস্যাতে, নোংরা, তুমি বলবে জঘন্য!
নিশ্বাস যেখানে কষ্টকর, ওখানেই মানুষের বাস!
ময়লা ঘাটা কাক-কুকুরের প্রতিদ্বদন্দী দো-পেয়ে জীব টাকে ভুলক্রমে হলেও দেখে নিও
ওটাই মানুষ।
যদি চিনতে হয়, যদি গন্ধ শুঁকতে ইচ্ছে হয়
তবে ঘুরে এসো শহরের অথবা নোংরাতম স্থানে
কংক্রিটের পুরু দেয়ালের ভেতরে মানুষ খুজতে যেও না যেনো,
ওখানে মানুষ নয়, দুই-পাওয়ালা আজব কিসিমের এক পুতুল থাকে!!
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More