প্রচ্ছদ / লেখালেখি / মুক্তবাক / মাত্র এক বছরের ব্যাবধানে…

মাত্র এক বছরের ব্যাবধানে…

Mukimul-Ahsan-Himel-1• মুকিমুল আহসান হিমেল

মাত্র এক বছরের ব্যাবধানে কি পরিবর্তনটাই না ঘটলো,
শাহবাগের প্রজন্ম চত্ত্বরে গণজাগরণ মঞ্চ ওপর হামলা চালায় পুলিশ-ছাত্রলীগ। সরকারকে নির্যাতক বলে আখ্যা দেয় ডাক্তার পদবীধারী আরেক সরকার।

ঠিক তেমনি দিনে শুক্রবার চট্টগ্রামের লালদিঘিতে ক্ষমতাসীন আওয়ামীগ সরকারকে মিত্র আখ্যা দিয়ে অতীতেরর কর্মকান্ডেরর জন্য ভুল স্বীকার এবং তওবা পড়েন তেতুল হুজুর নামধারী হেফাজতের আমীর আল্লামা শফি।

গত বছর ৫ মে হেফাজতের সমাবেশে পানি ও তরমুজ সরবারহকারী দলনেতা এরশাদ তো আগেই প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পেয়েছেন।

আর এই তওবা পাঠের পর হয়তো আল্লামা শফি হুজুর প্রধানমন্ত্রীর তেতুল বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পেতে পারেন।

বাকী রইলো বিএনপি জোট। হয়তো দেখা যাবে নতুন বছরের কোন এক বিকেলে অতীতের হরতাল অবরোধ আর ভাংচুরের জন্য বিএনপির গুলশান কার্যালয়ে তওবা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর তাদের তওবা পাঠ করাচ্ছেন হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন।

অতপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলো- টাইপের একটা বাংলাদেশ দেখা তখন সময়ের ব্যাপার মাত্রও হতে পারে।

যদি তাই না হয়, তবে হয়তো দেখা যাইবে কোন এক সন্ধ্যায় শাহবাগের জাদুঘর গেটে নতুন দুইটি পাঞ্জাবি পড়িয়া, পায়ের ওপর পা তুলিয়া, পাশাপাশি চেয়ারে বসিয়া চটপটি খাইতে খাইতে খোশ গল্পে মেতেছেন উত্তর বঙ্গের দুই ছাওয়াল মির্জা ফখরুল আর ইমরান এইচ সরকার। কিছুদিন পর দেখা যাবে উনিশ দলীয় জোট রুপ নেবে ২০ দলীয় জোটে।

হতে পারে এটাও বাংলা নববর্ষের উপহার।

লেখক : মুকিমুল আহসান হিমেল
সাংবাদিক, লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট।

About Mukimul Ahsan Himel