স্লোগানঃ
“তোমার আমার ঠিকানা
পদ্মা মেঘনা যমুনা
পদ্মা মেঘনা যমুনা
তোমার আমার ঠিকানা।।”

রক্তে আমার আগুন জ্বলে
আগুন জ্বলে ঘৃণার
তাকিয়ে দেখ তুই রাজাকার
বিবেকবানের জোয়ার।
উপস্থিত সকল উত্তলিত হাতকে
আহ্বান জানাই
আমাদের মুষ্টিবদ্ধ হাতকে আরও শক্ত করুন।
চোখে ঘৃণা আর প্রতিশোধের দাহকে
পুষে রাখুন ঐ বেজন্মাদের ভস্মীভূত হবার আগ পর্যন্ত।
আমি জানি,
আমাদের সকলের সম্মিলিত ঘৃণার থু থু
অনবরত বর্ষিত হয় ঐ সব
নরপশু আলবদর,আলসামছ আর রাজাকারদের মুখে।
আজ একটু একটু করে শহিদ জননীর চেতনা
ছড়িয়ে পড়েছে তোমার আমার
আমার তোমার সবার মাঝে।
ভাবতে অবাক লাগে
কতকগুলন কাল-কেউটেদের সাথে নিয়ে
বেড়ে উঠেছি আমরা।
কি ভয়ংকর দৃশ্য!
গুটি কয়েক মস্তিস্কশূন্য বিষাক্ত সাপ
একই বেঞ্চে বসে নিঃশ্বাস ফেলে এসেছে
আমার কাঁধে তোমার কাঁধে।
যে সন্তান পিতার লাশ ঘরে রেখে
ছুটে যায় পিতৃঘাতকের পা’চাটতে।
যে সন্তান মা বোনকে বিবস্ত্রকারীদের
বাঁচানোর ঢাল হিসাবে মাথা তোলে।
আমি তাকে কি বলব?
সব ধিক্কারের ভাষাই যে আজ বেমানান।
তবে কি ওদের শরীরের DNA বা
ক্রোমোসোম অন্য কোন প্রজাতির?
ওরে কাল-কেউটের দল,
তোরা কি তোর ঘরের মায়ের মুখের
দিকে একবারও তাকাস?
তোর ফুটফুটে ছোট বোনটিকে আদর
করে কোলে তুলে নিস?
খবরদার!
আর একবারও নয়।
তোর বিবেকশূন্য মাথায় এখন শুধু
পাপ আর পাপ।
দোহাই লাগে,আর একটি বারও
অপবিত্র করিস না আমার মায়ের আঁচল।
কিসের দোহাই দিস?
ধর্মের?
অয়াস্তাগফিরুল্লাহ!
ধর্মহীন মানুষের আবার ধর্ম কিরে?
তোরা ইসলাম বুঝিস,শান্তি বুঝিস না।
তোরা হাদিস বুঝিস,নবী করীম (সঃ)এর বাণী বুঝিস না।
আমাকে তোরা একটা আয়াত দেখা,
একটা তাফসির করে দেখা
আমার মা বোনের ইজ্জত হরণ
কোন ধর্ম গ্রন্থে কিভাবে বৈধ্যতা দিয়েছে।
তোরা কেন বুঝিস না
তোদের কোন ধর্ম নেই,
তোরা ধর্ম অন্ধ,
তোরা নরশয়তানের আশীর্বাদপুষ্ট ছায়া।
আর হ্যাঁ,হ্যাঁ আপনাকেই বলছি,
আপনাদের যদি এই ঘাতকদের বিচার করতে
একটুখানি হাত কাঁপে
তবে আপনারা একটুখানি সরে দাঁড়ান।
আপনাদের আইন কিংবা বিচারের পাশ কাটিয়ে
বেড়িয়ে যাওয়া পিশাচ গুলোর টুঁটিটা
চেপে ধরতে দিন।
মুজিবরের ৭ কোটি বাঙালি যদি
সার্কাস নাচ নাচিয়ে তাড়াতে পারে
বিশ্বের কুখ্যাত হানাদার দানবকে।
তবে এই পোড় খাওয়া ১৪ কোটি বাঙ্গালির
এক তুড়িতে উড়ে যাবে
ঐ সমস্ত পচা গলা বিষাক্ত কুকুরের দল।
আপনারা আমাদের একটু বিশুদ্ধ বাতাসে
শ্বাস নেবার সুযোগ করে দিন।
আমার পিতা,আমার মা আর আমার বোনের
সুবিচার পাবার অধিকার কি নেই?
জানি,এ যুদ্ধে বিজয় আমাদের নিশ্চিত।
জানি, সদা সত্যের জয় নিশ্চিত।
জানি, প্রতিটি ভোর হবে সুদিনের ডাকে সুনিশ্চিত।
৭১’এর রাজাকার নিপাত যাক
স্বাধীন বাংলা মুক্তি পাক।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More
ei blogger er nam ki?
আমি জানি…….