নিদ্রাহীন, জাগরণহীন
অরুণাভ সরকার
আমার সমস্ত নিদ্রা জাগরণে, জাগরণে নিদ্রায় নিদ্রায়
এই রাত্রি এই দিন
স্বপ্নাবিষ্ট কাটে
এই দিনে
ক্রমাগত হেঁটে যাচ্ছি
হেটে যাচ্ছি
যাচ্ছি ক্রমাগত
যাচ্ছি ক্রমাগত
চেতনার মধ্যে নয়
নিষ্কলুষ ঘুমের ভেতরে নয়
স্বপ্নে নয়, স্বপ্নহীনতায়ও নয়
যেন শুধু ঘুমের বোরখায়
আপদ্মস্তক ঢেকে
আমি এক নিদ্রা থেকে অন্য এক নিদ্রায় চলেছি…
আমার দক্ষিণে-বামে
(হয়তো বা) জনতা ও জনপদ
মিনার, মন্দির ধসে যায়
দাউ দাউ জ্বলে ওঠে
উঠোন, বাগান
পথিক-নিবাস আর বিউটিরিসোর্ট
(হয়তো বা) নদী দীপ, চর জেগে ওঠে
মাটির কুমারী বুকে চুমু খায় প্রেমিক উদ্ভিদ
তৈরী হয় ছায়াচ্ছন্ন আতুর-বসত
গোলাপের, শব্জির বাগান
আমি এর কিছুই দেখিনি
আমি, চেতনার মধ্যে নয়
নিষ্কলুষ ঘুমের ভেতরে নয়
যেন ঘুমের বোরখায়
আপাদমস্তক ঢেকে
নিদ্রা থেকে, নিদ্রাতুর, অন্য এক নিদ্রায় চলেছি…
স্বত্ব ও দায় লেখকের…
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More