আমারও কিন্তু অনুভূতি আছে অনুভাব হয়
আবেগ আনন্দ বিষাদ হর্ষ
আমারও আছে ব্যক্তি আদর্শ
তোমার সাথে সহজেই মিলবার নয়
আমারও কিন্তু অনুভূতি আছে অনুরাগ হয়
প্রেম ভালোবাসা স্লিভলেসে হাত
একসাথে থাকি সারাটা রাত
তোমার সাথে সহজেই মিলবার নয়
আমারও কিন্তু অনুভূতি আছে অপমান হয়
গান নাচ আর অভিনয়ে মাতি
উৎসবে পূজায় জ্বালাই মোমের বাতি
তোমার সাথে সহজেই মিলবার নয়
আমারও কিন্ত অনুভূতি আছে অনুবাদ হয়
চুল ছোট রাখি শার্টে বুক ঢাকি
চোখে কাজল ঠোটে রঙ মাখি
তোমার সাথে সহজেই মিলবার নয়
আমারও কিন্তু অনুভূতি আছে অনুযোগ হয়
সব তোমারই মত পৃথক একটুখানি
তবু সব কিছুতে তোমার আপত্তি, জানি
তোমার সাথে সহজেই মিলবার নয় ।
সকাল সন্ধ্যা বসন্ত বর্ষায়
করছো যা সব সম্মাণহানি হয়
আমার কী তবে এতটুকুনও অনুভূতি থাকবার নয় ?
রাজীব মীর
০২ সেপ্টেম্বর ২০১৪
লতিফ লেন, শুক্রাবাদ, ঢাকা।
স্বত্ব ও দায় লেখকের…
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More