আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
হ্যাঁ, আমাদের দেশে সেই ছেলে কবে জন্ম নেবে, শুধু তাই ভাবি। আমরা যাদের দেশ গঠনের অগ্রদূত ভাবি, সেই রাজনৈতিক নেতারা কবে বড় বড় ভাষণ বাদ দিয়ে সত্যিকারের কাজ করে দেখাবেন সেটাই ভাবার বিষয়।
রাজনীতিবিদ হিসাবে যাদের খুব ভাল লাগে, তাদের তালিকায় কখনও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী ছিলেন না বা আজও নেই। তারপরও গতকাল যখন সেই প্রধানমন্ত্রী ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করছেন এমন ছবি দেখলাম, এতো ভাল লাগলো, যা ভাষায় প্রকাশ করা যাবে না।
ঠিক তখন থেকে ভাবছি, ঢাকা শহর ও তো বসবাসের উপযোগী না। তাই আমাদের এমন হোক বা বিকল্প হোক, একটা পরিষ্কার কর্মসূচি গ্রহণ করা উচিৎ। আর একটা জিনিস লক্ষ্য করলাম, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় জয় হো সিনেমার মতো করে বিভিন্ন মানুষকে সম্পৃক্ত করেছেন।
আমাদেরও ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করে দেশকে এগিয়ে নেওয়ার কাজ করতে হবে। সকল কে একসাথে কাজ করতে হবে দেশের স্বার্থে। দেশকে ভালবেসে আমাদের নিঃস্বার্থভাবে কাজ করতে হবে, শুধু দেশের জন্য।
স্বত্ব ও দায় লেখকের…
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More