প্রচ্ছদ / লেখালেখি / অণুকথা / অন্তহীন প্রতীক্ষা

অন্তহীন প্রতীক্ষা

অন্তহীন প্রতীক্ষাবসন্ত এলো,
তবুও মন সাজলনা;
ভালোবাসা দিবস এলো,
এবারও আমার ছোট্ট  স্বপ্ন সত্যি হল না।

চারদিক উৎসব আর উৎসব।
এত হাসি, এত আনন্দের সুর শুনতে পাই,
তবু আমি নিরব,
আমার প্রানের বীণা সুর হারা!

যখনি রাতের বেলা একা একা ছাদে গিয়ে দাড়াই,
কেন যেন কারো অস্তিত্ব অনুভব করি।
পূর্ণিমার চাঁদের দিকে তাকালে
কারো কাছে তা বর্ণনা করতে ইচ্ছে করে;
বলতে ইচ্ছে হয়
জানো, চাঁদটা ভীষণ সুন্দর লাগছে!
ঠিক, তোমার মত!!

খুব ইচ্ছে করে
কাউকে নিয়ে স্বপ্ন দেখার অধিকার পেতে;
আমার অবুঝ মন কেন যেন ভীষণ রকম আশা করে
কেউ আমার পথ চেয়ে বসে থাকবে,
সবার আড়ালে আমার সাথে মিলনের আশায় প্রতীক্ষার দিন গুনবে……

জানি না
আর কত দিন নিজেকে নিজে বোঝাব,
‘সব কিছু সবার জন্য নয়’

এই একা একা পথ চলা
নিজের সাথে নিজে লুকোচুরি খেলায় ক্লান্ত আমি।

এই অন্তহীন প্রতীক্ষা কি কোনদিন শেষ হবে না?

— উজ্জ্বল
১৪/০২/২০১৩

স্বত্ব ও দায় লেখকের…

About Uzzal Podder