বিজয়’৭১
বি.কে. রায় মুখার্জী (বাবু)

আমি বিজয় দেখিনি-
কিন্তু তার স্বকীয়তাকে অনুভব করি।
অনুধাবন করেছি তার তাৎপর্যটাকে
হৃদয়ের গভীরতম স্থান থেকে।
আমি আমার মাটির শিকড়ের টান অনুভব করি
বিজয়ের চেতনায়, নিজের বিবেককে জাগ্রত করে।
কতো সংগ্রাম, কতো মিছিল, কতো আর্তনাদ,
সবইতো ছিলো ঐ বিজয়ের জন্য।
সাতকোটি মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য,
মানুষকে তার নিজসত্ত্বার মুক্তচর্চার জন্য।
আমরা ভীরু-কাপুরুষ নই;
নই কারো পদতলে মাথা নোয়াবার।
আমরা বীর-বাঙালি।
হাত আমাদের মেশিনগান,
কথা আমাদের বুলেট,
রক্ত আমাদের অনুপ্রেরণা।
এ সবইতো ছিলো ঐ স্বাধীনতার অস্তমিতো সূর্যটাকে
ভোরের সোনালী আলোয়-
সবুজের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য।
ত্রিশ লক্ষ শহীদের রক্ত,
দু’লক্ষ মা-বোনের সম্ভ্রম,
আরো কতো লাঞ্ছনা, কতো গঞ্জনা,
কতো ত্যাগ-তিতিক্ষা,
সবইতো ঐবিজয়’৭১ কে পাওয়ার জন্য।
পেয়েছি আমরা কাঙ্খিত বস্তুটাকে
মুক্ত হয়েছি, পেয়েছি সার্বভৌমত্ব,
সে শুধু আমার একার নয়;
সেতো সব বাঙালির গর্বের অধিকার।
বিশ্বের বুকে নিজেকে চেনাবার অধিকার।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More