“শুধু তোমারই প্রতীক্ষায়”
– বি. কে রায় মুর্খাজী (বাবু)

আমি এতোদিন অন্ধ আছি
শুধু তোমাকে দেখবো বলে।
আমি এতোদিন বধির ছিলাম
শুধু তোমার কথা মুগ্ধ হয়ে শুনবো বলে।
আমি এতোদিন বোবা ছিলাম
শুধু তোমাকে ভালোবাসার কথা বলবো বলে।
আমি কোনোদিন কাউকে প্রণয়ের কথা বলিনি
শুধু তোমাকে হৃদয় দিবো বলে।
আমি এতোদিন একা আছি
শুধু তুমি আমার সঙ্গী হবে বলে।
আমি কভূ কাঁদিনি
শুধু তোমার হাসি দেখবো বলে।
আমি কখনো কারো মাঝে হারিয়ে যায়নি
শুধু তোমার মাঝে হারাবো বলে।
আমি কখনো শুভ্র বসনা-কাশবনের কথা ভাবিনি
শুধু তোমার মনের বাগানে আর্বিভূত হবো বলে।
আমি কখনো পরাভৃতের ডাক শুনিনি
শুধু তোমার ডাকে সাড়া দিব বলে।
আমি কারো সুরে বিমোহিত হয়নি,
শুধু তোমার সুরে মন-প্রাণ জুড়াবো বলে।
আমি কখনো আশাহত হয়নি
শুধু তোমাকে পাবো বলে।
আমি হাতে লাল গোলাপ নিয়ে, সারাজীবন করিবো অপেক্ষা –
শুধু তোমারই প্রতীক্ষায়।।
স্বত্ব ও দায় লেখকের…
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More