‘আজ ক্ষত-বিক্ষত এই রাত’
—————————-

আজও শেয়ালের দাঁতে লেগে আছে রক্তের স্বাদ,
তাজা মাংসের লোভে ঘরের আনাচে কানাচে ঘুরছে শেয়ালের দল।
কুকুরের ডাক ম্লান করে দিয়েছে ভারি বুটের শব্দ,
রাস্তার প্রতিটি ইট, শোনাচ্ছে পিশাচের আগামর্বাতা।
রাত্রি কাঁদছে তার নিজ অন্ধকার গহবরে !
বাতাসে পোড়া গন্ধ,
যেন বাতাস চাই নিজেই নিজের শ্বাস রোধ করতে ।
হঠাত্ ডেকে উঠল পেঁচা,
মায়াবী চাঁদের রূপ ঢাকা পড়ল কালো মেঘের চাদরে ।
বাঁশের ক্যা ক্যা শব্দ, আর ঝিঝি পোকার ডাক শোনাচ্চে ঐ কোন ধ্বনি ?
আচমকা ঘরে ডুকলো শেয়ালের দল !
কি চাই ওরা ?
ওরা চাই রক্ত, ওদের তৃষার্ন্ত বুকে শুধুই রক্তের পিয়াস ।
সারিবদ্ধ একদল পিঁপরা সৃঙ্গলভাবে ফিরছিল ঘরের কোনে ।
আর ফেরা হল না, সৃঙ্গলতা ভেঙ্গে দিল ঘাতকের দল ।
রাত্রির বুকে এঁকে দিল ক্ষত,
ক্ষত রেখে গেল সদ্য বিবাহীতা নারীর লাল সাড়ির আঁচলে । ক্ষত রেখে গেল নিশিগন্ধা ফুলের সুবাসে ।
আজও হাটুগেরে কাঁদছে ক্ষত-বিক্ষত এই রাত ।
আজ সেই ভয়াল রাত ২৬ র্মাচ । স্বাধীনতা যুদ্ধের প্রতিটি শহীদ দের গভীরভাবে স্মরন করছি । তাদের প্রতি উর্ত্সগ করলাম আমার এই সমান্য কবিতাটি । >>মল্লিক স্বাধীন রহমান
স্বত্ব ও দায় লেখকের…
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More