যে দিন তুমি চলে গিয়েছিলে,
তার ঠিক তিন দিন পর আমার মৃত্যু হল।
সে মৃত্যুর সাক্ষী কেউ নেই,
তোমার জন্য আমার বিষ্বাদ মৃত্যু !
আমার আত্তা আজ কেঁদে ফেরে তোমার চারপাশ !
অনেকেই অনেক কথা বলে আমার মৃত্যুর কারন নিয়ে, হয়ত তারা জানতো না।
কিন্তু তুমি জানতে বলেই কি আজ তোমার মুখ রুদ্ধ ?
যা হোক, তোমার পাশ থেকে আমি মাঝে মাঝে বলি, কেমন আছ ?
তুমি হয়ত শুনতে পাও না, দুঃখ নেই।
‘সবাই যে সবার কথা শুনবে এমন তো কোন কথা নেই’
জান তুমি যখন হাতে মেহেদি লাগিয়ে ঘুমাও,
তখন সারারাত বসে থাকি তোমার হাতের পাশে।
যদি মেহেদি লেপ্টে যায় তার ভয়ে ?
সময় যত যায় তত গাঢ় হয় তোমার হাতের মেহেদি ।
গাঢ় সে রং দেখে নিজের অজান্তেই বলে উঠি,
‘অন্ধকার রাত, লাল করছে তোমার হাত,
আমি এখন মৃত ! তোমার জন্য রক্তে লাল হয়েছিল, আমার সাদা র্শাট’।
ছবি: সংগৃহীত (ওয়েব থেকে)
স্বত্ব ও দায় লেখকের…
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More
<<< ‘অন্ধকার রাত, লাল করছে তোমার হাত, আমি এখন মৃত ! >>>
হ্যু অসাধারন ..
নয় শুধু যেন কথার ব্যাকারন..
thanxsa lot vai and nic pic..