প্রচ্ছদ / লেখালেখি / অণুকথা / আজ বিশ্ব তামাক মুক্ত দিবস

আজ বিশ্ব তামাক মুক্ত দিবস

৩১ মে, আজ বিশ্বের প্রতিটি দেশে পালিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবস। তবে সত্যি কি বিশ্ব তামাক মুক্ত?

Dushorনা। হয়তো বিশ্ব একদিন তামাক মুক্ত হবে এই প্রত্যাশায় এ দিবস। সত্য বলতে মনের আগ্রহটাই বড়। তাহলে আর দিবসের দরকার হয়না। যেমন ভালবাসার প্র্রামান দিতে দিবস লাগে না, যেমনি মানবতার প্রকাস দেখাতে দিবস লাগেনা। লাগে শুধু মনের জোর।

তাই না হলে কেন নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয় আনাহানি মা, কেন উন্মাদের মতন সে তরুন সেদিন ছুটে গেছিল রানা প্লাজার ধংস স্তুপে। কেন নিজের জীবনের মায়া তুচ্ছ করে সে প্রান বাঁচাতে চাই ছিল কারো।

হ্যা, মনের জোরে। তাই তো বিশ্বাস করতে চাই এ পৃথিবী একদিন হবে তামাক মুক্ত, হবে মাদক মুক্ত।

তাই দিবসের প্রত্যাশায় না থেকে আসুন বিড়ি, সিগারেট, জর্দ্দা, গুলসহ সকল তামাক ও তামাকজাত পন্য বর্জন করি। স্বচেতন করি আমর পাসার মানুষটিকে। সিদ্ধান্ত নেই নিজেকে রক্ষা করার। সিদ্ধান্ত নেই প্রিয় সন্তান, স্ত্রী, পিতা-মাতা বা প্রিয় মানুষ গুলোকে ক্ষতির দিকে ঠেলে না দেবার।

তেমনি সিদ্ধান্ত নেই রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রতিহতের। কারন তামাক, তামাকজাত পন্য বা মাদক যেমন তা সেবন কারি ও তার পাশের মানুষ গুলোর নির্মম ক্ষতি বয়ে আনছে। তেমনি এ বিদ্যৎ কেন্দ্র স্থাপিত হলে এ এলাকার মানুষ, পরিবেশ, সুন্দরবন তথা দেশের ভয়া বহ ক্ষতি হবে।

স্বত্ব ও দায় লেখকের…

About Inzamamul Haque