প্রচ্ছদ / লেখালেখি / মুক্তবাক / নো মোর হাসিনা অর খালেদা। উই ওয়ান্ট নিউ লিডার।

নো মোর হাসিনা অর খালেদা। উই ওয়ান্ট নিউ লিডার।

‘নট দ্য সেম প্রাইম মিনিস্টার এগেইন অ্যান্ড এগেইন। নো মোর হাসিনা অর খালেদা। উই ওয়ান্ট নিউ লিডার। ম্যাক্সিমাম টু টার্মস। জয়েন আস।’

গতকাল রোববার থাকে কয়েকটি ইংরেজি বাক্যের লেখা এমন মেসেজ মোবাইল ফোনে আসে অনেকের। এমন মেসেজ পায়েছেন সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউ লিডার শিরোনামে মেসেজের বাক্যগুলো থেকে খুবই স্পষ্ট এর উদ্দেশ্য। আজ দুপুর ১২:১৮ পর্যন্ত ৪৪ হাজার ৬৩০ জন লাইক করেছে তাদের ফেইসবুক ফ্যান পেইজ।

তাদের পেজে দেখা যায়, তারা লিখছে ‘পরিবর্তনশীল নেতৃত্ব চাই। একজন দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সাংবিধানিক আইন চাই। আমাদের পাশে দাঁড়ান- নতুন বাংলাদেশ গড়ি। সম্প্রতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনও কেউ দু’বার প্রধানমন্ত্রী যাতে হতে না পারে সে ব্যাপারে একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন।

ফেসবুক পেজে আরো লেখা হয়েছে; অনেক হয়েছে, এবার দয়া করে বিদায় নিন। গণতান্ত্রিকভাবে তাদের বিদায় করে ছাড়বো শিরোনামে একটি কার্টুনও রয়েছে পেজে। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের ছবিসহ একটি মন্তব্যও রয়েছে সেখানে। তাতে রফিকুল হক বলেন; ‘আইন করতে হবে কোনো ব্যক্তি পরপর দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না।’ তার এই বক্তব্যের ঠিক পরেই লেখা হয়েছে ১৬ কোটি মানুষকে জানিয়ে দিন, সবাই যেন ব্যারিস্টার রফিকের কথায় একমত প্রকাশ করে।

পেজে স্থান পেয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী রাশিয়া সফর। সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার কন্যার ছবি। এর ঠিক নিচেই লেখা হয়েছে আমাদের পারিবারিক বাংলাদেশআমাদের আন্দোলনের সবচেয়ে বড় যুক্তি

facebook.com/2terms ফ্যান পেইজটি তৈরি করা হয়েছে ২০১১ সালের ১০ এপ্রিল।

ফ্যান পেইজটিতে এসএমএস প্রচারণার কথা উল্লেখ করে যাদের এসএমএম পাঠানো প্রয়োজন তাদের নাম ও নম্বর পেইজের নির্দিষ্ট ঘরে পূরণ করতেও অনুরোধ আছে।

তারা লিখেছেন,  আমরা আমাদের এই দাবির কথা গত ২ বছর ধরে সবাইকে বলে চলেছি। আমরা সবাই এটা আগে থেকেই চাইতাম। কিন্তু কেউ উচ্চ স্বরে বলতে পারতাম না, ভেতরে খালি দীর্ঘশ্বাস ছেড়ে চিন্তা করতাম, এখনো বলতে পারি না, কিন্তু এখন একটু একটু করে শক্তি সঞ্চয় হচ্ছে এবং ভেতরে চিতৎকার করে বলছি “পরিবর্তন চাই”।

আমরা ভাই সাধারণ জনগণ, আমরা শাহবাগ না যে পেছনে সরকার আর ছাত্রলীগ থাকবে, আমরা হেফাজত নই যে ধর্মের কথা বলে সরকার উৎখাত করার চিন্তা করি। আমরা সাধারণ মানুষ যারা দেশকে ভালোবাসি। এই আন্দোনের ফল দিয়ে আমাদের পেট ভরবে না, আমরা টাকা পাব না, কিন্তু আমাদের দেশের অনেক ভালো হবে।

শুধু একমাত্র দেশের জন্য আমাদের এই আন্দোলন। আমরা হেরে যাব না, আমরা সফল হবই, আমাদের স্বার্থ হলো বাংলাদেশ। আমরা আমাদের দেশের জন্য স্বার্থপর। আমরা গর্ব করে বলতে পারি, হ ভাই আমরা স্বার্থপর, বাংলাদেশ নিয়া আমরা স্বার্থপর।

স্বত্ব ও দায় লেখকের…

About S. Haque

সপ্নের বিশালতার মাঝে আতি নগন্য আমি। তবুও হারাতে চাই নিজেকে দুর আজানায়... জানি হারিয়ে যব এক দিন। হয়ত হারিয়ে যাব.. হারিয়ে যাব.. ___ তাই আজ পালিয়ে বেড়াই