
আজও ভীষণ ভাবে মনে পড়ে তোমায়
ঘুমের মধ্যে এখনো প্রায় চমকে উঠি
তন্দ্রার মাঝে ভেসে ওঠে তোমার অবয়ব,
আমি আঁতকে উঠি!
ভাল লাগার হাসি পালিয়ে যায় নিমিষে
আমিও পালাতে চাই;
পারি না।
আমি হারিয়ে যেতে চাই নিঃসঙ্গ জোৎস্নায়
যেখানে অতীত বলে কোন সময় থাকে না।
একলা বিকেলে হতে চাই অদৃশ্য কোন দ্বীপ।
কিন্তু না,
আমার সব চাওয়া উল্টো পথে হাঁটে।
দিন দিন বিকারগ্রস্ত মানুষের ছায়া
আরও বড় হয়,আরও বড় হয়।
কোন কোন অন্ধকার রাতে ঐ ছায়া দ্বৈতের মত লাগে,
সারাটি রাত আমাকে তারা করে।
হাঁপাতে হাঁপাতে কোন এক ভোর রাতে
আমি ওর টুটি চেপে ধরি।
অট্টহাসিতে চৌচির হয়ে ওঠে আকাশ।
খুব চেনা অস্থিরতায় হৃদপিণ্ড ফেটে
বেড়িয়ে আসে কালো থকথকে কষ্ট,
কখনো নোনা জল।
ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ি
প্রিয় দ্বৈতের সাথে জড়াজড়ি।
ছবি: ওয়েব থেকে সংগ্রহিত.
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More