খুব বেশি ঘুম পাচ্ছে না, তবে যখনই ঘড়ির দিকে তাকাচ্ছি তখনি ঘুম পড়ার জন্য তাড়া হচ্ছে…
ঘুমোতে আমার এতো রাত হয় না।
আরেকটা ব্যপার ঘটছে এখন, একটা ছবি কল্পনায় আসছে। বার বার … ঘুরে ফিরে এক জিনিস…
ছবিতে দেখতে পাচ্ছি সে ঘুমিয়ে আছে…
গভীর ঘুম… স্বপ্ন দেখছে সে…
এখন আমি জেগে আছি, অথচ জেগে থেকেও কেমন করে যেন তার স্বপ্ন দেখে যাচ্ছি।
এটা অনুমান করা একদম সহজ যে, তার স্বপ্ন অন্যরকম,
অন্যদেশের রাজকুমার তার স্বপ্নের খেলার সাথী।
তার স্বপ্নের মধ্যে একবার যদি পৌঁছে দিতে পারতাম যে, আমার স্বপ্ন তাকে ঘিরে… মনে হয় খুব শান্তি হতো আমার।
তবে কিছুদিন যাবৎ অশান্ত হৃদয়ে থাকতে ভালই লাগছে । প্রতিক্ষার আলাদা একটা স্বাদ থাকে।
স্বাদটা এমন যে মনে হয়, তাকে ছাড়া আর এক মুহূর্তও সইতে পারব না, তবুও সয়ে যাই না পাওয়ার অস্বস্তি,
কারো সাথে মিলিত হবার আশায় একাকিত্বের ছটফট যন্ত্রণা, এবং তখন অদ্ভুত ভাবে সময় কেটে যায়, বোঝাই যায় না।
যে সময়কে মনে হয় পার হবে না, কখন যে তা আমি পেরিয়ে যাই বুঝতে পারি না।
স্বাদটা ঠিক মিষ্টি, না তেতো, আমি ভালো বুঝি না, তবে সম্ভবত আলাদা একটা স্বাদ। ভালই লাগে এখন…
জীবনে কিছু ব্যপার ভালো না লাগলেও, নিজের জন্য ভালো লাগাতে হয়।
‘সুখী’ থাকার অভিনয় করাটাও এক প্রকার সুখী থাকা।
স্বত্ব ও দায় লেখকের…
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More