প্রচ্ছদ / খবর / বাগেরহাটে বিএনপিসহ ১৮ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাগেরহাটে বিএনপিসহ ১৮ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা-অত্যাচার নির্যাতনের প্রতিবাদ ও হরতালের সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলের নেতাকর্মীরা।
শনিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় মুনিগঞ্জ থেকে ১৮ দলের উদ্যোগে মিছিল বের করা হয়। পরে পুরাতন বাজার চার রাস্তার মোড় এসে সমাবেশ করে নেতা কর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা মোজাফ্ফর রহমান আলম, খাদেম নিয়ামুল নাসির আলাপ, হাদিউজ্জামান হিরো, শেখ সাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর, সরদার লিয়াকত আলী, সুজাউদ্দিন মোল্লা সুজন, অধ্যাপক শহিদুল ইসলাম, মিজানুর রহমান, শেখ জাকিরুল ইসলাম প্রমুখ।
এদিকে, একই দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জেলার মোরেলগঞ্জে, রামপাল, ফকিরহাটসহ সব উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মোরেলগঞ্জ : পুলিশের বাধায় বিএনপির মিছিল
১৮দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি বিক্ষোভ মিছিল বের করলেও মাঠে নামেনি জোটের অন্যতম শরীক জামায়াতে ইসলামী।
BagerhatPhoto-2(02.11.13)শনিবার বিকেল ৩ টায় বিএনপিও এরসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়।
পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল হক বাবুলের নেতৃত্বে এস, এম কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভা ভবন পর্যন্ত আসলে দাঙ্গা পুলিশের একটি দল মিছিলটি থমিয়ে দেয়। পরে কলেজ মোড়ে পথসভা করে নেতা কর্মীরা।
পথসভায় কেন্দ্র ঘোষীত পরবর্তী সকল কর্মসূচী কঠোরভাবে বাস্তবায়নের ঘোষনা দেয়া হয়।
রামপাল : মিছিল শেষে ফেরার পথে বাধা বিএনপি-আ’লীগ সংঘর্ষ
বাগেরহাটের রামপালে বিএনপির মিছিল শেষে ফেরার পথে আ’লীগ নেতা-কর্মীদের বাধায় উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত্য ৬ বিএনপি নেতা-কর্মী আহত হবার খবর পাওয়া গেছে।
শনিরার সন্ধা ৭টার থেকে প্রায় ঘন্টা ব্যাপি থেমে থেমে এ সংঘর্ষ চলে।
স্থানীয়রা জানায়, বিএনপি নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশ শেষ করে ফেরার পথে স্থানীয় ভূইয়ার কন্দল স্কুল এলাকায় পৌঁছালে তাদের বাধা দেয় আওয়ামী লীগ এর নেতা কর্মীরা। এসময় তারা ২টি মটর সাইকেলও ভাংচুর চালায়।
পরে বিএনপি নেতা-কর্মীরা তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত্য ৬ জন আহত হন।
রামপাল থানা এঘটনার পর সেথানে অতিরুক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
০২ নভেম্বর ২০১৩ :: নিউজ  ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক