অনির্বাচিত সরকার আমি কখনোই সমর্থন করি না। কিন্তু মাঝে মধ্যেই মনে হয় একজন দেশপ্রেমিক, সৎ এবং স্বপ্নবাজ মানুষের হাতে দেশটা কয়েক বছরের জন্য তুলে দিতে পারলে খুব ভালো হতো।
আমার ক্ষমতা থাকলে জাফর স্যারের কাঁধে বাংলাদেশের দায়িত্বভার তুলে দিতাম। অথবা অন্তত তাঁর কাঁধে তুলে দিতাম দেশের শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ দায়িত্ব। বলতাম “স্যার, অসাম্প্রদায়িক এবং সুস্থ চিন্তা নির্ভর একটা প্রজন্ম গড়ে তোলেন।”
শুভ জন্মদিন স্যার… এই আকালে আপনাকেই শ্রদ্ধেয় মানি..
লিখেছেন- নজরুল ইসলাম
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More