প্রচ্ছদ / লেখালেখি / দিনপঞ্জি / শুভ জন্মদিন মুহম্মদ জাফর ইকবাল

শুভ জন্মদিন মুহম্মদ জাফর ইকবাল

zafar-iqbalআজ ২৩ ডিসেম্বার। বাংলাদেশী কিংবদন্তী লেখক ডঃ মুহম্মহ জাফর ইকবাল এর জন্মদিন। বাগেরহাট ইনফো পরিবারের পক্ষ থেকে স্যার’কে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। তিনি আমাদের মাঝে থাকুন আরো অনেক দিন। অনেক যুগ।

তার জন্মদিনে তার সম্পর্কে …

জাফর ইকবাল ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর সিলেটে জন্ম গ্রহণ করেন। পিতা শহীদ ফয়জুর রহমান আহমদ, মা আয়েশা আখতার খাতুন। বাবার চাকরীর কারনে পুলিশে। তাই ছেলেবেলায় বিভিন্ন জায়গায় বসবাস করেছেন। ১৯৭১ সালের ৫ মে পাকিস্থানী আর্মি হত্যা করে তার বাবাকে।

জনপ্রিয় উপন্যাসিক ও পরিচালক হুমায়ুন আহমেদ তার বড় ভাই, সাহিত্যিক, কার্টুনিস্ট আহসান হাবীব তার ছোট ভাই। মুহাম্মদ জাফর ইকবালের আরেকটি নাম ছিল বাবুল।

শিক্ষা জীবন

jafo-sir১৯৬৮ সালে বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি পাশ করেন। ১৯৭০ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে ২য় স্থান অধিকার করে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি রাভ করেন। ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পড়তে যান এখান থেকে ১৯৮২ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

কর্মজীবন

১৯৮৮ সালে বিখ্যাত বেল কমিউনিকেশনস রিসার্চ (বেলকোর)-এ গবেষক হিসাবে যোগ দেন। ১৯৯৪ সালে দেশে ফিরে আসেন এবং সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। কর্মজীবনের সাথে সাথে গণিত অলিম্পিয়াড সহ বিভিন্ন সংগঠনের সহিত সম্পর্কযুক্ত রয়েছেন।

সাহিত্য

পারিবারীক সাহিত্য চর্চার কারনে ৭ বছর বয়সে বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখে হাতে খড়ি হয় সাহিত্য চর্চার। বিশ্ববিদ্যালয় জীবনে মূলত শুরু করেন সাহিত্য চর্চার। প্রথম লেখা প্রকাশিত হয় সাপ্তাহিক বিচিত্রায় কপোট্রনিক ভালবাসা।
সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবাধে চলাচল রয়েছে – উপন্যাস-আকাশ বাড়িয়ে দাও (১৯৮৭), বিবর্ণ তুষার (১৯৯৩), দুঃস্বপ্নের দ্বিতীয় প্রহর (১৯৯৪), কাচসমুদ্র(১৯৯৯), সবুজ ভেলভেট (২০০৩), ক্যাম্প (২০০৪), মহব্বত আলীর একদিন (২০০৬) ছোটগল্প একজন দুর্বল মানুষ-(১৯৯২), ক্যাম্প, ছেলেমানুষী-(১৯৯৩),নুরূল ও তার নোটবই-(১৯৯৬),  মধ্যরাত্রিতে তিন দূর্ভাগা তরুণ-(২০০৪)।
বৈজ্ঞানিক কল্পকাহিনী কপোট্রনিক সুখ দুঃখ (১৯৭৬), মহাকাশে মহাত্রাস (১৯৭৭), ক্রুগো (১৯৮৮), ট্রাইটন একটি গ্রহের নাম (১৯৮৮), বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিস্কার (১৯৯২), ওমিক্রমিক রূপান্তর (১৯৯২), টুকুনজিল (১৯৯৩), যারা বায়োবট (১৯৯৩), নি:সঙ্গ গ্রহচারী (১৯৯৪), ক্রোমিয়াম অরণ্য (১৯৯৫), ত্রিনিত্রি রাশিমালা (১৯৯৫), নয় নয় শূন্য তিন (১৯৯৬), অনুরণ গোলক (১৯৯৬), টুকি ও ঝায়ের (প্রায়) দুঃসাহসিক অভিযান (১৯৯৭), পৃ (১৯৯৭), রবো নগরী (১৯৯৭), একজন অতিমানবী (১৯৯৮), সিস্টেম এডিফাস (১৯৯৮), মেতসিস (১৯৯৯), ইরন (২০০০), জলজ (২০০০), ফোবিয়ানের যাত্রী (২০০১), প্রজেক্ট নেবুলা (২০০১), ত্রাতুলের জগৎ (২০০২), বেজি (২০০২), শাহনাজ ও ক্যাপ্টেন ডাবলু (২০০৩), সায়রা সায়েন্টিস্ট (২০০৩), ফিনিক্স (২০০৩), সুহানের স্বপ্ন (২০০৪), অবনীল (২০০৪), নায়ীরা (২০০৫), বিজ্ঞানী অনিক লুম্বা (২০০৫), রুহান রুহান (২০০৬), জলমানব (২০০৭), অন্ধকারের গ্রহ (২০০৮), অক্টোপাসের চোখ (২০০৯), ইকারাস (২০০৯), রবোনিশি (২০১০), প্রডিজি (২০১১), কেপলার টুটুবি (২০১২), ব্ল্যাক হোলের বাচ্চা (২০১৩)।Jafo-Ikbul-Sir
কিশোর সাহিত্য-কিশোর উপন্যাস হাতকাটা রবিন-(১৯৭৬), দীপু নাম্বার টু (উপন্যাস)-(১৯৮৪) (চলচ্চিত্র রূপ, ১৯৯৬), দুষ্টু ছেলের দল-(১৯৮৬), আমার বন্ধু রাশেদ-(১৯৯৪) (চলচ্চিত্র রূপ, ২০১১), টি-রেক্সের সন্ধানে-(১৯৯৪), স্কুলের নাম পথচারী-(১৯৯৫), জারুল চৌধুরীর মানিকজোড়-(১৯৯৫), রাজু ও আগুনালির ভুত-(১৯৯৬), বকুলাপ্পু-(১৯৯৭), বুবুনের বাবা-(১৯৯৮), বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর-(১৯৯৮), নিতু ও তার বন্ধুরা-(১৯৯৯), মেকু কাহিনী-(২০০০), শান্তা পরিবার-(২০০২), কাজলের দিনরাত্রি-(২০০২), কাবিল কোহকাফী-(২০০৩), দস্যি ক’জন-(২০০৪), আমি তপু-(২০০৫), লিটু বৃত্তান্ত-(২০০৬), লাবু এল শহরে-(২০০৭), বৃষ্টির ঠিকানা-(২০০৭), নাট বল্টু-(২০০৮), মেয়েটির নাম নারীনা-(২০০৯), রাশা-(২০১০), আঁখি এবং আমরা ক’জন-(২০১১), দলের নাম ব্ল্যাক ড্রাগন-(২০১১), রাতুলের রাত রাতুলের দিন-(২০১২), রূপ-রূপালী-(২০১২), ইস্টিশন-(২০১৩), গাব্বু-(২০১৩)।
কিশোর গল্প-আমড়া ও ক্র্যাব নেবুলা-(১৯৯৬), আধুনিক ঈশপের গল্প-(১৯৯৬), তিন্নি ও বন্যা-(১৯৯৮) শিশুতোষ-বুগাবুগা-(২০০১), সাগরের যত খেলনা-(২০০২), রতন-(২০০৮), ঘাস ফড়িং-(২০০৮), হাকাহাকি ডাকাডাকি-(২০০৮), ভূতের বাচ্চা কটকটি-(২০১১) ভ্রমণ ও স্মৃতিচারণ-আমেরিকা-(১৯৯৭), সঙ্গি সাথী পশু পাখি-(১৯৯৩), আধ ডজন স্কুল-(১৯৯৬), তোমাদের প্রশ্ন আমার উত্তর-(২০০৪), রঙিন চশমা-(২০০৭), আরো প্রশ্ন আরো উত্তর-(২০১২)।
বিজ্ঞান ও গনিত বিষয়ক-দেখা আলো না দেখা রূপ-(১৯৮৬), বিজ্ঞানের একশ মজার খেলা-(১৯৯৪), নিউরণে অনুরণন-(২০০২), নিউরণে আবারো অনুরণন-(২০০৩), গনিত এবং আরও গণিত-(২০০৩), আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড: প্রশ্ন ও উত্তর-(২০০৪), একটু খানি বিজ্ঞান-(২০০৭), গণিতের মজা মজার গণিত-(২০০৭), থিওরি অফ রিলেটিভিটি-(২০০৮), কোয়ান্টাম মেকানিক্স-(২০০৯), আরো একটু খানি বিজ্ঞান-(২০১০)।
কলাম সংকলন-দেশের বাইরে দেশ-(১৯৯৩), সাদাসিধে কথা-(১৯৯৫), নিঃসঙ্গ বচন-(১৯৯৮), প্রিয় গগন ও অন্যান্য-(১৯৯৯), হিমঘরে ঘুম ও অন্যান্য-(২০০০), পৃথিবীর সৌন্দর্য এবং আলফ্রেড সরেন-(২০০১), ২০৩০ সালের একদিন ও অন্যান্য-(২০০২), দুঃস্বপ্নের রাত এবং দুর্ভাবনার দিন-(২০০৩), এখনো স্বপ্ন দেখায়-(২০০৪), ক্রসফায়ার এবং অন্যান্য-(২০০৫), আরো একটি বিজয় চাই-(২০০৬), ভবদহের গল্প এবং অন্যান্য-(২০০৭), বৈশাখের হাহাকার ও অন্যান্য-(২০০৮), স্বপ্নের দেশ ও অন্যান্য-(২০০৯), ঢাকা নামের শহর ও অন্যান্য-(২০১০), এক টুকরো লাল সবুজ কাপড়-(২০১১), বদনখানি মলিন হলে-(২০১২)।

রাজনীতি নিয়ে ভাবনা ও অন্যান্য-(২০১৩),ভৌতিক সাহিত্য-প্রেত-(১৯৮৩), পিশাচিনী-(১৯৯২), নিশিকন্যা-(২০০৩), ছায়ালীন-(২০০৬), ও-(২০০৮), দানব-(২০০৯)।

টিভি নাটক-গেস্ট হাউস, ঘাস ফরিঙের স্বপ্ন, শান্তা পরিবার, একটি সুন্দর সকাল, লিরিক, রেডিও নাটক- শুকনো ফুল রঙ্গিন ফুল, (২০১১)। সহায়তায় ইউনিসেফ, মুক্তিযুদ্ধ-মুক্তিযুদ্ধের ইতিহাস-(২০০৯), ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস-(২০০৯)

সম্মাননা

বাংলা একাডেমী পুরস্কার, ২০০৪, শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে ২০০৫ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার,কাজী মাহবুবুল্লা জেবুন্নেছা পদক ২০০২, খালেদা চৌধুরি সাহিত্য পদক বাংলা ১৪১০, শেলটেক সাহিত্য পদক ২০০৩, ইউরো শিশুসাহিত্য পদক ২০০৪, মোহা. মুদাব্বর-হুসনে আরা সাহিত্য পদক ২০০৫, মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা পদক ২০০৫, আমেরিকা এল্যাইমনি এ্যসোসিয়েশন পদক ২০০৫, ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালাইমনি এ্যাসোসিয়েশন পদক ‘০৫ সহ অসংখ্য সম্মাননা ও পুরস্কার।

zafar-sirপারিবারীক জীবন

আমেরিকায় বসবাসের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ইয়াসমিন হকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ড. ইয়াসমিন হক শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করছেন। দুই সন্তান বড় ছেলে নাবিল ইকবাল যুক্তরাষ্ট্রে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনলজিতে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি করছেন এবং কন্যা ইয়েশিম ইকবাল হাভার্ড বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে পিএইচডি করছেন।

About Subrata Mukerjee

উন্নয়ন কর্মী