১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী মুঠোফোন মেলা ‘স্মার্টফোন এক্সপো’। মেলা বসছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।মেলার আয়োজ করছে মেকার কমিউনিকেশন। আগে ১০ জানুয়ারি থেকে মেলা শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত একদিন পিছিয়ে ১১ জানুয়ারি থেকে শুরুর হচ্ছে এ আয়োজন। আয়োজক প্রতিষ্ঠানের বলছে, ‘স্মার্টফোন এক্সপোতে’ সব ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট ও আনুষঙ্গিক পণ্য পাওয়া যাবে।মেলায় থাকবে টেলিটক থ্রিজি এবং স্মার্টফোনের জন্য সিকিউরিটি পণ্য ক্যাসপারস্কির স্টল। মেলায় থাকছে বিভিন্ন পণ্যের ওপর ছাড় ও উপহার।
মেলায় ৭ টি প্যাভিলিয়নে ১৭ টি স্টলে প্রযুক্তি-পণ্য প্রদর্শিত হবে। প্রদর্শনীর পাশাপাশি অ্যাপ্লিকেশন নির্মাতারাও স্মার্টফোন এক্সপোতে তাঁদের অ্যাপ্লিকেশন প্রদর্শনের সুযোগ পাবেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More