বাগেরহাটের কচুয়ায় সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবাল মোবাইলে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।
রবিবার সন্ধা কচুয়া রিপোটার্স ক্লাবে অবস্থান কালীন সময়ে তার ব্যক্তিগত মোবাইল ফোনে ০১৯২২-৪৮১৮৯২ নম্বরের থেকে ফোন করে হত্যার হুমকি এবং সাংবাদিকতা পেশা ছেড়ে দিতে বলে।
খোন্দকার নিয়াজ ইকবাল বাগেরহাট জেলা মফঃস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও কচুয়া রিপোটার্স ক্লাবের সভাপতি।
এব্যাপারে কচুয়া থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করা হয়েছে।
এদিকে হুমকি দাতাকে অনতি বিলম্বে গ্রেফতার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি জানিয়েছেন বাগেরহাট জেলা মফঃস্বল সাংবাদিক ফোরাম, ফকিরহাট, মোল্লারহাট, শরনখোলা, মোরেলগঞ্জ, রামপাল, চিতলমারী, কচুয়া প্রেসক্লাব ও কচুয়া রিপোটার্সক্লাব এর নেতৃবৃন্দ।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More