প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / বাগেরহাটে অপহরণের অভিযোগে শিবির নেতা গ্রেপ্তার

বাগেরহাটে অপহরণের অভিযোগে শিবির নেতা গ্রেপ্তার

বাগেরহাটের কচুয়ায় অপহরণের অভিযোগে তাওহিদুল ইসলাম তৌহিদ (২৫) নামে উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের বারো দাড়িয়া গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অপহ্নত শিশু ফয়সালকে (৬) পার্শবর্তী পিরোজপুর জেলার সদর উপজেলা থেকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত তাওহিদুল ইসলাম উপজেলার ধোপাখালী ইউনিয়নের বারো দাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

অপহৃত শিশু ফয়সালের পরিবারের বরাত দিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, সোমবার ভোরে উপজেলার ধোপাখালী ইউনিয়নের মেছোখালী গ্রামের মোস্তফা শেখের ছেলে ফয়সাল স্থানীয় মক্তবে কুরআন পড়তে যাচ্ছিল।

Bagarhat-mapপথে ওই শিবির নেতা ফয়সালকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে ফয়সালের বাবার মোবাইলে ফোন করে পঞ্চাশ হাজার টাকা দাবি করে সে।

ফয়সালের বাবা মোস্তফা শেখ বিষয়টি পুলিশকে জানালে কচুয়া থানা পুলিশ বিকাল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে শিবির নেতা তাওহিদকে বারোদাড়িয়া থেকে গ্রেপ্তার করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পার্শবর্তী পিরোজপুর সদর উপজেলার গণকপাড়ায় অবস্থিত ওই শিবির নেতার (তাওহিদ) সহযোগী আল আমিনের বাড়ি থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে তাওহিদুলের অপর সহযোগীরা পালিয়ে যায় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

২৪ মার্চ ২০১৪ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক