প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ডিজিটাল উদ্ভাবনী ও বিজ্ঞান মেলার উদ্ধোধন

বাগেরহাটে ডিজিটাল উদ্ভাবনী ও বিজ্ঞান মেলার উদ্ধোধন

bagerhat-map2বাগেরহাটে শুরু হয়েছে তিন দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী ও বিজ্ঞান মেলা ২০১৪।

শনিবার সকাল সাড়ে ১১টায় স্বাধীনতা উদ্যান প্রাঙ্গনে মেলার উদ্ধোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) নাসরীন আফরোজ।

এর আগে বাগেরহাট স্বাধীনতা উদ্যান প্রাঙ্গন থেকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মেলা প্রাঙ্গনের এসে শেষে হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলীর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সাংসদ এ্যাড. মীর শওকাত আলী বাদশা, সহকারী পুলিশ সুপার রিপন কুমার মোদক, আতিরুক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহ আলম সরদার প্রমুখ।

সকারের রুপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সস টু ইনফরমেশন (a2i) এর সহযোগিতায় জেলা প্রশাসন এ মেলার আয়জন করেছে।

মেলায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী (এনজিও) এবং সরকারী বিভিন্ন দপ্তরের ৪০টি স্টল অংশ গ্রহণ করছে। মেলা চলবে আগামী সোমবার (৩১মার্চ) পর্যন্ত।

২৯ মার্চ ২০১৪ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক