প্রচ্ছদ / খবর / মোল্লাহাটে ডিজিটাল মেলার উদ্বোধন

মোল্লাহাটে ডিজিটাল মেলার উদ্বোধন

Bagerhat-pic-03(15-04-2014)বাগেরহাটের মোল্লাহাটে শুরু হয়েছে দু’দিন ব্যাপী ডিজিটাল মেলা।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মুঃ শুকুর আলী।

এর আগে মেলা উপলক্ষে মোল্লাহাট উপজেলা চত্বর থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালিটি উপজেলার গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শেষে উপজেলা চত্বরের মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মাহবুবল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ শুকুর আলী।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন- জেলা তথ্য অফিসার মহশেন হোসেন তালুকদার, উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান প্রমূখ।

মেলায় বিজ্ঞান ও প্রযুক্তির নানা দিক দর্শনার্থীদের সামনে তুলে ধরতে উপজেলার ৭ টি ইউনিয়নের তথ্য ও সেবাকেন্দ্রের উদ্যোক্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা ও ব্যক্তি পর্যায়ে অনেকেই অংশগ্রহণ করেছেন স্টল নিয়ে।

তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা প্রশাসন দু’দিন ব্যাপী এ ডিজিটাল মেলার আয়জন করেছে।

১৫ এপ্রিল ২০১৪ :: রবিউল ইসলাম,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক