প্রচ্ছদ / খবর / সুন্দরবনের এক বনকর্মী বরখাস্ত

সুন্দরবনের এক বনকর্মী বরখাস্ত

সুন্দরবনের দুবলা শুটকি পল্লীর টহল ফাঁড়ির এক বনর্কর্মীকে রাজস্ব আত্মসাতের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় অফিস থেকে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।

পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আমির হোসেন চৌধুরী বুধবার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও এঘটনায় জড়িত থাকার অভিযোগে টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শাহ আলমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হয়েছে। 

জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ও বনকর্মী (বিএম) নজরুল ইসলাম ২ লাখ ৩৩ হাজার ৪ শ ৫০ টাকা নিয়ে রাজস্ব জমা দেয়ার জন্য বাগেরহাট বিভাগীয় অফিসে আসেন। কিন্তু তারা কৌশলে মাত্র ৩৩ হাজার ৪ শ ৫০ টাকা জমা দিয়ে চলে যান।

বিষয়টি পরে কর্তৃপক্ষ জানতে পেরে তদন্ত শুরু করে।

পরে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। গত রোববার এক অফিস আদেশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।

৩০ এপ্রিল ২০১৪ :: এমএম ফিরোজ, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক