প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ছাত্রদল নেতা খুন, গণপিটুনিতে ‘হত্যাকারী’ নিহত

বাগেরহাটে ছাত্রদল নেতা খুন, গণপিটুনিতে ‘হত্যাকারী’ নিহত

ছুরিকাঘাতে নিহত ছাত্রদল নেতা শেখ আবুল কালাম আজাদ।
ছুরিকাঘাতে নিহত ছাত্রদল নেতা শেখ আবুল কালাম আজাদ।
বাগেরহাটে ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতা খুনের ঘটনায় পালানোর সময় ছুরিকাঘাতকারী যুবক গণপিটুনিতে নিহত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়দের হাতে আটক মামুন শেখ (২৪) নামে হত্যাকারীর এক সহযোগীকে জনতার হাত থেকে উদ্ধারের পর গ্রেপ্তার করে পুলিশ।

নিহতরা হলেন বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ (২৫) এবং ওই ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের রাজিব হাওলাদার (২০)।

নিহত ছাত্রদল নেতা শেখ আবুল কালাম আজাদ একই ইউনিয়নের বৃষ্ণপুর গ্রামের মোঃ আজিজের ছেলে। আর ঘাতক রাজীব হাওলাদার ওরফে কসাই রাজীব স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী ফারুক হাওলাদারের ছেলে।

গণপিটুনিতে নিহত রাজিব হাওলাদার।
গণপিটুনিতে নিহত রাজিব হাওলাদার।

স্থানীয়রা জানান, বেমরতা ইউনিয়নের মাদ্রাসা বাজারে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোছাফফেল হোসেনের সঙ্গে চা খেয়ে রিকশায় উঠছিলেন আজাদ। এসময় আজাদের বুকে ও পেটে ছুরিকাঘাত করে রাজিব। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা আজাদকে মৃত ঘোষনা করে।

এদিকে, এঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধরে পিটুনি দিলে ঘটনাস্থলে রাজিবের মৃত্যু হয়।

ঘটনার পর বিকাল পর্যন্ত আজাদকে হত্যার সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।

তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান বাগেরহাট ইনফোকে জানান, গ্রেপ্তার মামুনকে জিজ্ঞাসাবাদ করলে আজাদকে হত্যার ব্যাপারে দ্রুত জানা যাবে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরুক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে সেখানে।
১২ মে ২০১৪ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক