বাগেরহাটের মোরেলগঞ্জে অপ্রাপ্তবয়স্ক এক স্কুল ছাত্রীকে বিয়ে করতে এসে এক মাসের কারাদণ্ড নিয়ে জেলে গেছে কমলেশ চন্দ্র পাইক (২৫) নামে এক যুবক।
সোমবার রাতে উপজেলার ঝিঁলবুনিয়া গ্রামে এঘটনা ঘটে। এসময় এ বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে কনের ভাইকেও অর্থ দন্ড দেওয়া হয়।
সূত্র জানায়, মোরেলগঞ্জের জিলবুনিয়া গ্রামের সুহাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী সান্তি রানী শীল (১৪)’র সঙ্গে রামপাল উপজেলার শ্রী মহান্দ পাইকের ছেলে কমলেশ পাইক (২৫)এর বিয়ের আয়োজন চলছিল। বাল্য বিবাহের এ আয়জনে বরপক্ষ পৌছার পর গোপন সূত্রে সংবাদ পেয়ে বিয়ে বাড়িতে হানা দেন উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল হালিম।
বিয়ে বন্ধ করে দিয়ে সেখান থেকে ওই রাতেই বর কমলেশ পাইক ও সান্তি রানী শীলের ভাইকে আটক করেন এবং ১৯২৯ সালের বিবাহ আইনে ৫ও ৬ ধারায় কনে পক্ষকে তিন শত টাকা জড়িমানা এবং বর কমলেশ পাইককে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত যুবককে মঙ্গলবার পুলিশ হেফাজতে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More