মোল্লাহাটে বুধবার সন্ধায় ২টি মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ২জন গুরুতর আহত হয়েছেন।
সন্ধায় মোল্লাহাট খলিলুর রহমান মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ আব্রাহাম আলীর বড় ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং) ক্রিকেট খেলা শেষে তাকে বাড়ি পৌছে দেওয়ার জন্য উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার আলহাজ্জ্ব মোঃ জামাল উদ্দিন এর বড় ছেলে মোঃ কদর শিকদার মোটর সাইকেলে দ্রুত গতিতে নিয়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আশা মোটর সাইকেলযোগে ব্র্যাক মেলা কর্মসূচির উপজেলা রিভিউ মোঃ জাকির হোসেন‘র সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এলাকাবাসী দ্রুত তাদের মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখঅনে চিকিৎসারত অবস্থায় গুরুতর আহত মোঃ সাগর আলী মারা যায়। আহত অন্য দু‘জনকে এ্যাম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে মেধাবী ছাত্রের অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারীতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More
kechuy bolar nai..tar mrrittu j koto bedonadayok ta bojar shamortho onek er e ney.