বাগেরহাটে ৩য় দিনের মত কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কালেক্টরেট’র ৩য় শ্রেনী কর্মচারিরা।
বেতন স্কেল বাস্তবায়ন ও পদবী পরিবর্তনের দাবীতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন তারা।
বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির বাগেরহাট শাখার উদ্যোগে এসময় তারা অফিসিয়াল সকল প্রকার কার্যক্রম বন্ধ রেখে কালেক্টরেট চত্তরে বিক্ষোভ মিছিল, এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেণ।
সমাবেশে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট কালেক্টরেট সহকারি সমিতির সভাপিত দিদার আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারন সম্পাদক শেখ রুস্তুম আলী, নীহার কান্তি ঘোষ, কাজী ফারুক আহম্মেদ, মো: ফকরুল ইসলাম, নির্বহী সদস্য সেখ হান্নান, সুনীল কুমার রায়, শেখ হাসিবুর, সেখ সুলতান আলী , মো: মহারাজ হাওলাদার প্রমুখ।
সমাবেশে বক্তারা দ্রুত তাদের দাবী-দাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেন। এসময়ে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষনা করা হয়।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More