প্রচ্ছদ / খবর / বিদ্যুৎ স্পৃষ্টে মংলা বন্দর কর্মচারীর মৃত্যু

বিদ্যুৎ স্পৃষ্টে মংলা বন্দর কর্মচারীর মৃত্যু

biddut-sakমংলা বন্দরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. আসাদুজ্জামান আসাদ (৪৫) নামে এক বন্দর কর্মচারীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর ৩টার দিকে খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

নিহত মো. আসাদুজ্জামান আসাদ মংলা বন্দররের নিজেস্ব ইলেকট্রেশিয়ান। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সুতাশী গ্রামের প্রয়াত মো. আব্দুল আলীর ছেলে।

মংলা বন্দরের চেয়ারম্যান কমোডোর হাবিবুর রহমান ভূইয়া রোববার সন্ধা ৭ টায় বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুর সোয়া ২টার দিকে বন্দর জেটির ৫ নং শেডে কেটে যাওয়া একটি বাতি (বাল্ব) লাগাতে মই নিয়ে শেডে ওঠে। বাতিটি পরিবর্তন করতে গিয়ে আসাদুজ্জামান হঠাৎ চিৎকার করে উঠলে নিচে দাড়িয়ে থাকা বন্দরের বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী শাহনেওয়াজ আসাদ বিদ্যুতায়িত হয়েছে মনে করে দ্রুত ছুটে গিয়ে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন। পরে মই বেয়ে নামতে গিয়ে পা ফসকে মেঝেতে পড়ে যায় সে।

এতে মাথায় গুরুতর আঘাত পান আসাদ। এসময় প্রচুর রক্তক্ষরণ হয় তার। পরে বন্দরের কর্মচারীরা তাকে উদ্ধার করে দ্রুত খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

বন্দর কর্তৃপক্ষের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান মিনা বাগেরহাট ইনফোকে বলেন, মই দিয়ে নিচে নামার সময় প্রায় ২৫ ফুট ওপর থেকে কংক্রিটের মেঝের ওপর কাত হয়ে পড়ে যান আসাদ। এতে তার কান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।

অস্বাভাবিক রক্তক্ষরণের কারনে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রোববার রাত সাড়ে ৮ টায় মংলা বন্দর জামে মসজিদে জানাজা শেষে বন্দরের স্থায়ী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

০৮ জুন ২০১৪ :: এমএম ফিরোজ, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই/আপডেট

About ইনফো ডেস্ক