আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধ মামলার পলাতক আসামি রাজাকার আব্দুল লতিফ তালুকদাকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোর রাতে বাগেরহাটের কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রাঢ়ীপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ চলাকালে জেলার কচুয়া উপজেলার শাখারীকাঠি বাজারে গনহত্যা, ধর্ষন ও অগ্নিসংযোগের অভিযোগে রয়েছে।
পুলিশ জানায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে কচুয়া উপজেলার শাখারীকাঠি বাজারে রাজাকাররা মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের প্রায় দেড়’শ লোককে হত্যা, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও ধর্ষনের ঘটনা ঘটায়।
এঘটনায় গত বছরের ২১ মে বাধাল ইউনিয়নের মসনি গ্রামের ওই গন হত্যায় স্বজনহারা নিমাই চন্দ্র দাস বাদি হয়ে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনের নামে অভিযোগ দায়ের করে। আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগটি গ্রহন করে তদন্ত শেষে বাগেরহাট মহাকুমা রাজাকারের ডেপুটি কমান্ডার সিরাজ মাষ্টার, খান আকরাম হোসেন ও আব্দুল লতিফ তালুকদারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারী পরোয়ানা পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত রাজাকার আব্দুল লতিফ তালুকদারকে গ্রেপ্তার করে।
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) নিজামুল হক মোল্যা বাগেরহাট ইনফোকে জানান, এ মামলার অন্য আসামীদেরও গ্রেপ্তারে পুলিশী অভিযান অভ্যাহত রয়েছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More