প্রচ্ছদ / খবর / চিতলমারীতে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ

চিতলমারীতে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগেরহাটের চিতলমারীতে স্থানীয় আ. লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার দুপুর ৩টার দিকে উপজেলার বড়বাড়িয়া এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত্য ২২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আহতদের উদ্ধার করে স্থানীয় চিতলমারী ও গোপালগঞ্জ হাসপাতালে পাঠান হয়েছে। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় একটি সূত্র জানায়, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের পান্না চেয়ারম্যান এবং খসরু গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষ দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বলে স্থানীয়রা জানায়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার বাগেরহাট ইনফো ডটকমকে জানান, সংঘর্ষের খরব পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনা স্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থালে পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে।

সর্বশেষ এ রিপের্ট লেখা পর্যন্ত (৩টা ৫০মিনিট) সংঘর্ষ কিছুটা নিয়ন্ত্রনে এসেছে বলে ওসি জানান। বর্তামানে পরিস্থিতি স্বাভাবিক করতে উভয় পক্ষকে নিয়ে থানার ওসির সহায়তায় মধ্যস্থতার চেষ্টা করছেন।

১৫ জুন ২০১৪ :: লিটন সরকার, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক