প্রচ্ছদ / খবর / নিরাপত্তা চৌকিতে পুলিশ সদস্যের গুলিবিদ্ধ লাশ!

নিরাপত্তা চৌকিতে পুলিশ সদস্যের গুলিবিদ্ধ লাশ!

Bagerhat-pic-01(03-07-2014)বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত অবস্থায় নিরাপত্তা চৌকিতে একজন সেন্ট্রি কনষ্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত প্রলব সেনের (২০) খুলনার দিঘলিয়া উপজেলার আড়ুলিয়া রাধা মাধবপুর এলাকার প্রদিপ সেনের ছেলে। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে নিজ অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

বাগেরহটের পুলিশ সুপার (এসপি) নিজামুল হক মোল্যা বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাগেরহাটের পুলিশ সুপার জানান, এদিন সকালে অফিস চলাকালে গেটে বিকট শব্দ পেয়ে পুলিশ সদস্যরা সেখানে ছুটে যায়। পরে সেখানে প্রলব সেনের  লাশ পড়ে থাকতে দেখা যায়। প্রলব এদিন সকাল ৮ টায় ওই নিরাপত্তা চৌকির দায়িত্ব নেয়। সকাল ১০ টায় অন্যসদস্যদের চৌকির দায়িত্ব বুঝে দেওয়ার কথা ছিল।

বাগেরহাট ইনফোকে তিনি বলেন, চাকরীতে যোগদানের পর (আড়াই তিন মাস আগে) সে একবার পালিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যদের কারণে ১ মাস ২৩ দিন পর পুনঃরায় সে চাকরীতে  যোগদন করেন। নিরাপত্তার জন্য ব্যবহৃত নিজের চাইনিজ রাইফেলের গুলিতে প্রলব সেন আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করেছে।

০৩ জুলাই ২০১৪ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক