প্রচ্ছদ / খবর / বন্ধ হয়ে যাওয়া ঘাসিয়াখালী নৌ রুটটি শীঘ্রই চালুর আশ্বাস

বন্ধ হয়ে যাওয়া ঘাসিয়াখালী নৌ রুটটি শীঘ্রই চালুর আশ্বাস

ঘাসিয়াখালী নৌ রুটটি শীঘ্রই চালু করা হবে- আশ্বাস নৌ পরিবহন মন্ত্রী

নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, সুন্দরবনের মধ্যদিয়ে নৌ যান চলাচল করায় সুন্দরবনের পরিবেশ নষ্ট হচ্ছে, এ কারণে নাব্যতা সংকটে বন্ধ হয়ে যাওয়া মংলা-ঘাসিয়াখালী নৌ রুট খুব শীঘ্রই চালু করা হবে। এছাড়া মংলা বন্দরের পশুর চ্যানেলের ড্রেজিং কাজের জন্য মালয়েশিয়ার একটি কোম্পানী কাজে পিছিয়ে থাকায় নতুন করে টেন্ডার আহবান করা হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলেই পশুর চ্যানেলের ড্রেজিংয়ের কাজ শুরু হবে। মংলা-ঘাসিয়াখালী চ্যানেল পরিদর্শন ও মংলা বন্দর উপদেষ্টা কমিটির বৈঠক শেষে আজ রবিবার দুপুরে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

বৈঠকে মংলা বন্দরের চেয়ারম্যান কমডোর এম হাবিবুর রহমান ভূইয়াসহ বন্দর ব্যবহারকারীরা উপস্থিত ছিলেন।  তবে দীর্ঘ কয়েক বছরেও পশুর চ্যানেলের ড্রেজিং না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বন্দর ব্যবহারকারীরা।

About বাগেরহাট ইনফো নিউজ