প্রচ্ছদ / খবর / বাগেরহাটে খলিফাতাবাদের কোর জোন নির্ধারণে কর্মশালা

বাগেরহাটে খলিফাতাবাদের কোর জোন নির্ধারণে কর্মশালা

বিশ্ব ঐতিহ্যের অংশ বাগেরহাট। ঐতিহাসিক মসজিদের শহর খলিফাতাবাদের(বাগেরহাট) কোর জোন ও বাফার জোন (সর্বোচ্চ সুরক্ষিত এলাকা) নির্ধারনে বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হল ষাটগুম্বজ মসজিদ প্রাঙ্গনে।

রোববার ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই কর্মশালার প্রধান অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আক্তার।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রত্মতত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মো. আব্দুল বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক ওবায়দুর রহমান, সদর উপজেলা নিবাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক, সহকারী পুলিশ সুপার সাদিয়া আফরিন, খানজাহান গবেষক আরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ষাটগুম্বজ মসজিদের আশপাশের ১৪ টি মসজিদকে ৬ টি জোনে ভাগ করে এই মসজিদের চারপাশে কোর জোন হিসেবে পায় ৫০ একর এবং বাফার জোন হিসেবে পায় ৪শ একর জমিকে চিহ্নিত করা হয়।

এসময় চিহ্নিত এ সকল এলাকার ভূমির উনয়ন, ভবন নিমান, খনন কাজে এলাকাবাসীকে পত্মতত্ব অধিদপ্তরে অধিনে পরিচালিত নীতিমালা পালন করার জন্য জনসাধারনকে অনুরোধ জানানো হয়।

এ সময়ে স্থানীয় এলাকাবাসী ও সুধীজনরাও উপস্থিত ছিলেন।

About বাগেরহাট ইনফো নিউজ