প্রচ্ছদ / খবর / কুমিরের আক্রমণে নিহত জেলের লাশ উদ্ধার

কুমিরের আক্রমণে নিহত জেলের লাশ উদ্ধার

সুন্দরবনের শেলা নদীতে মাছ ধরতে গিয়ে বৃহস্পতিবার সকালে কুমিরের আক্রমনে নিহত জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

Crocodile-in-Sundorbonশুক্রবার সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

কুমিরের হামলায় নিহত জেলে জাহাঙ্গীর শেখ (৪০) বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শেলানদীর মৃগামারী এলাকায় একটি খালের মধ্যে জেলেরা লাশ ভাসতে দেখে অন্য জেলেরা তা উদ্ধার করে এবং বন বিভাগকে  খবর দেয়। পরে নিহতের স্বজনরা লাশটি সনাক্ত করে। উদ্ধার হওয়া লাশের দু’টি হাত ও একটি পা নেই।

এঘটনায় বৈধভাবে সুন্দরবনে মাছ আহরণে যওয়া ওই জেলে পরিবার আবেদন করলে বন বিভাগ সরকারিভাবে তাদের ১ লাখ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করবে বলে জানান পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আমীর হোসাইন চৌধুরী।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সুন্দরবনের ওই এলাকায় মাছ ধরতে যায় বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের জাহাঙ্গীর শেখ (৪০) ও তার ছেলে জাহিদুল শেখ (১৪)। টানা জাল (নেট) দিয়ে পোনা মাছ ধরার সময় একটি কুমির জাহাঙ্গীরের ওপর হামলা চালায় এবং কুমিরটি তার পা কামড়ে ধরে নদীতে টেনে নিয়ে যায়। এর পর থেকে নিখোঁজ ছিলেন ওই জেলে।

০৫ জুলাই ২০১৪ :: উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই
সুন্দরবনে কুমিরের আক্রমণে জেলে নিহত

About ইনফো ডেস্ক